1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে যুবদল নেতার উদ্যোগে পথচারীদের ইফতার বিতরণ ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলার সমিতি আয়োজোনে রাজধানীর চিলিস রেস্টুরেন্টের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনোহরদীতে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় বিএনপি পরিবারের ইফতার মাহফিল ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রোজা হল ধনী গরিবের পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। শ্রীবরদীর বালিজুরী বন বিভাগের অভিযানে সাতানীপাড়া থেকে বনের কাঠ উদ্ধার প্রকৃত মুমিন প্রয়োজনে তার জীবন উৎসর্গ পারে কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাতের আমল পরিত্যাগ করতে পারে না- ছারছীনার পীর ছাহেব গোয়ালন্দে হেরোইনসহ যুবক আটক নওগাঁর পত্নীতলায় এক ভুয়া বিজিবি সদস্য আটক

জনাব-জবান – মোঃ রহমত আলী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত

জনাব-জবান

মোঃ রহমত আলী

 

কিছু কথায় মিলে সুখ শান্তি,

তো কিছু কথায় হয় দুঃখ প্রাপ্তি,

কিছু কথায় কষ্টের আঘাত,

তবু কিছু কথায় হিম্মতের আভাস,

কিছু কথায় হিংসার বাণী,

তাই কিছু কথায় থাকে অভিমান,

কিছু কথায় লাগে বড্ড অপমান,

তবুও কিছু কথায় অদ্ভুত সম্মান,

কিছু কথায় খুব স্বার্থের ঘ্রাণ,

তো কিছু কথায় কেউ নিঃস্বার্থবান,

কিছু কথা হয় দীর্ঘশ্বাসে,

তবুও কিছু কথা হয় মেনে-নিতে,

কিছু কথার প্রকাশ বারুদ মিশাল,

তাই তো কিছু কথায় সুমধুর-বাহার।

 

কিছু কথায় হয় তীর ছোঁড়া শিকার,

তবু কিছু কথায় যে সত্য স্বীকার,

কিছু কথায় ঘটে কে মিথ্যাবাদী প্রমাণ,

তো কিছু কথায় থাকেনা লাজ-মান,

কিছু কথায় জ্ঞানী ও হয় অজ্ঞান,

তবুও কিছু কথায় গোপন সুভাষ,

কিছু কথার ওজন থাকে বেসামাল,

তো কিছু কথায় প্রেমের সুর-নরম,

কিছু কথায় অধিকার অতি পরম-গরম,

তবু কিছু ভাষায় যে ভালোবাসা চরম,

এই তো কিছু কথার উদাহরণ বেশ সুন্দর,

কথায় বলে গুণী-জ্ঞানীদের কথা কম,

তাই নির্বোধের কথায় লজ্জা-শরম কম।

 

কিছু কথায় চোর সাধু সাজে,

তো কিছু কথায় সাধু সাজা-খাটে,

কিছু কথা দুখীর দুঃখ আরো বাড়ায়,

তাই কিছু কথায় সুখী নিদ হারায়,

কিছু কথার মায়ায় মন গলে যায়,

আবার কিছু কথায় প্রাণ জ্বলে হায়্ ,

কিছু কথায় জান চলে যায়,

তো কিছু কথায় হৃদয় ভেঙে যায়,

কিছু কথায় ঝঞ্ঝাট লেগে যায়,

আর কিছু কথায় বিবাদ মিটে যায়,

কিছু কথায় অন্তরে রক্তক্ষরণ,

তাই কিছু কথায় জীবন-মরণ,

কিছু কথা হয় মনে-মনে,

তো কিছু কথা হয় চোখে-চোখে,

কিছু কথায় বিশ্বাস বেড়ে যায়,

তো কিছু কথায় অবিশ্বাস জন্ম হয়।

 

কিছু কথার আমলে-হেকমত থাকে,

তেমন কিছু কথায় অনুনয়-বিনয় থাকে,

কিছু কথায় অযথা বিষাদ ছড়ায়,

আবার স্বল্প কিছু কথায় বিশদ বুঝায়,

কিছু কথায় হয় অসীম যন্ত্রণা,

যেমন কিছু কথায় থাকে গভীর সান্ত্বনা,

কিছু কথায় ভাষা যায় মুখের হারায়,

ঠিক তাই কিছু কথা চোখে জল ঝরায়,

কিছু কথায় হয় আবার সংসার সাজানো,

তবু কিছু কথায় শত্রু-মিত্র যায় চেনা,

কিছু কথায় ভুল বোঝাবুঝির অবসান,

সেই কিছু কথায় চিটারের হয় পরিচিতি ।

তাই কথার ভাষা বুঝে শব্দের বোধগম্য  !!

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD