1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনিয়মের শেষ নেই। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৪ বার পঠিত

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনিয়মের শেষ নেই

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও সরকারি হাসপাতালটিতে রয়েছে রোগীদের চেয়ে দালালাদের কদর।মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ ও তার সহধর্মিণী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাঃ নিলা ইশরাক সুলতানার সিন্ডিকেটে দীর্ঘদিন যাবত সরকারি হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে বলে এলাকাবাসী মনে করেন।এতে ভোগান্তির মুখে পড়েছেন অসচ্ছল ও দরিদ্র রোগীরা।বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে।এমনকি হাসপাতালে ডিউটিরত অবস্থায় সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল গুলোতে চেম্বার করে রোগী দেখার অভিযোগ রয়েছে এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারদের বিরুদ্ধে । সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিলা ইসরাক সুলতানার ভুল চিকিৎসায় বিভিন্ন সময় প্রসুতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে । এ ঘটনায় বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও ঘেরাও করে রাখে রোগীর স্বজনরা। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদের সহধর্মিনী হওয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকগণ মুখ খুলতে পারেন না এই চিকিৎসক দম্পত্তির সিন্ডিকেটের বিরুদ্ধে। মনোহরদী সরকারি হাসপাতালের সামনে অবস্থিত এন আর এস (প্রাঃ) হাসপাতালে সরকারি সেবা রেখে নিয়মিত বেসরকারি ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এই রাশেদুল-নীলা দম্পতি । সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ভিডিওগুলোতে লক্ষ্য করা যায় যে, ডাঃ নিলা ইসরাফ সুলতানা সরকারি হাসপাতালের ডিউটি রত অবস্থায় এন.আর.এস প্রাইভেট হাসপাতালে অবস্থান করছেন অন্যদিকে মুমূর্ষু রোগী মৃত্যুশয্যায়। আরেকটি ভিডিওতে দেখা গেছে মনোহরদী সরকারি হাসপাতালের নৈশ্য প্রহরী উজ্জল একজন আহত মুমূর্ষ রোগীর ক্ষতস্থান সেলাই করছেন বিষয়টি দেখে এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয় ।এমন কি মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব সি.সি ক্যামেরায় ধারনকৃত ভিডিওয়ে দেখা যায় এই হাসপাতালের দালালের দৌরাত্ম, দালাল সিন্ডিকেটে হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যায়। বিশেষ সূত্রে জানা যায় সরকারি হাসপাতালের সামনে অবস্থিত এনআরএস প্রাইভেট হাসপাতালটি স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ
রাশেদুল হাসান ও তার সহধর্মীনির নামে বেনামে করা একটি হাসপাতাল। নিলা,রাশেদ,শিমুল,শহিদুল,
সুজন,
(এন. আর. এস) সংক্ষিপ্ত রুপে হাসপাতালটির নামকরণ করা হয়।মনোহরদী সরকারি হাসপাতালের বিভিন্ন শয্যা কক্ষে কুকুর বিড়ালের আবির্ভাব রয়েছে, এ সকল পশুর আতঙ্কে রোগী ও রোগীর স্বজনরা সবসময় আতঙ্কে থাকে,এমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। আরেকটি ভিডিওতে দেখা গেছে মোমের আলোতে ইমারজেন্সি বিভাগের মুমূর্ষু রোগীর সেলাইটা করছে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। হাসপাতালে ভর্তি হাওয়া রোগীদের খোঁজখবর নেন না হাসপাতালের দায়িত্বরত ডাক্তাররা, শুধুমাত্র নার্সদের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
প্রতিদিন সকালে মনোহরদী সহ গাজীপুর কিশোরগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীদের ভিড় বাড়তে থাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে আবারো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্খিত চিকিৎসকের কাছে পৌঁছতে।চিকিৎসক সংকট হলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় রোগীরা আরো অসুস্থ্য হয়ে পড়ে।চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ বিভিন্ন সেক্টরে জনবল কম থাকায় হুমকির মুখে এখানকার চিকিৎসাসেবা।হাসপাতালে থাকা বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট করার মেশিন অকেজো থাকায় সেবা পাচ্ছেনা রোগীরা।নির্ধারিত চিকিৎসক কোঠার মধ্যে শূন্য রয়েছে অনেক পদ। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কাছেই গড়ে উঠা প্রাইভেট হাসপাতালগুলো। এ হাসপাতালের অনিয়মের দ্রুত সমাধান চায় স্থানীয়রা।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে,নৈশ্য প্রহরী উজ্জল প্রসঙ্গে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ বলেন,মাঝখানে এমনটা হয়েছিল, তারপর তাকে ডাকা হয়েছে, নতুন করে আবার হয়েছে আমার জানা নাই, ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে দিন, দেখে ব্যবস্থা নেব।ডাক্তার না থাকার বিষয়ে তিনি আরো বলেন, বৃহস্পতিবার শুক্রবার ডাক্তার একটু কমই থাকে,বিশেষ রোগী হলে বলে দিব নে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান বলেন, বিষয়টি আমার জানা নেই,অবগত হলাম দালালের বিষয়ে তিনি বলেন,আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ব্যবস্থা নিব।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের বিষয়ে
সিভিল সার্জন নরসিংদী,ডাঃ ফারহানা আহমেদ সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটা রিসিভ করে তারই অফিসের একজন কর্মচারী, সাংবাদিক পরিচয় দিলে তিনি মেডাম ব্যস্ত রয়েছেন বলে জানান এবং এক ঘন্টা পরে ফোন দিলে হয়তো পেতে পারেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD