বগুড়ায় আলামিন হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম: বগুড়ার শাহজাহানপুর উপজেলার বড়দিঘী গ্রামে গত ৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৯ ঘটিকায় মোঃ আলামিন প্রাং (২৪) তার বন্ধুর বাড়ি বয়ড়াদিঘী গ্রামে যায় এবং বয়ড়াদিঘী গ্রামস্থ বয়ড়াদিঘী দোতলা মসজিদ এর উত্তরপার্শ্বে চেয়ারম্যানের বাড়ীর গলির প্রবেশের পাকা রাস্তার উপর উচ্চস্বরে আসামী মোঃ মারুফ (২০) এর সাথে তর্ক বিতর্ক হয়।
তর্ক বিতর্কের একপর্যায়ে ধৃত আসামী মারুফ ধারালো চাকু দ্বারা আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, নিয়ে ভর্তি করে দেন এবং ভিকটিম ৮ ফেব্রুয়ারি আনুমানিক সাড়ে ১২ টায় মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন যার নং-১০ ধারা-৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া ও র্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে এরলবিশা গ্রামের পালক পিতা মিজানের পুত্র মোঃ মারুফ (২০) কে গ্রেফতার করে।