বগুড়া দুপচাঁচিয়ায় আপন খালু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ।
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা থানা পুলিশ ধর্ষণের অভিযোগে আপন খালু ধর্ষক লিটন হোসেন (৩৫) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতার পিতা একজন দিনমজুর মা স্থানীয় একটি হোটেলে কাজ করে। ধর্ষিতার আপন ছোট খালু হওয়ার সুবাদে তাদের বাড়িতে অবাধে যাতায়াত করতো। সে উপজেলার বড়ধাপ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
এদিকে ধর্ষিতার পিতা একটি মামলায় জেল হাজতে আবদ্ধ আছে।
ঘটনার দিন গত ২৪ জানুয়ারি বুধবার সকাল অনুমান সাতটার দিকে একমাত্র মেয়ে[ ১৩] কে বাড়িতে রেখে তার মা প্রতিদিনের ন্যায় রুজি রোজগারের জন্য বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে হোটেলে যায। এরই ফাকে সুযোগ বুঝে ধর্ষক লিটন ঘটনার দিন অনুমানিক দুপুর ১২টায় বাড়িতে প্রবেশ করে শয়ন কক্ষে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং ভয় ভীতিসহ হুমকি প্রদান করে কাউকে ঘটনাটি না বলার জন্য ।
ঘটনার পর থেকে মেয়ের মন খারাপ ও কারো সাথে কথা না বলে চুপচাপ থাকায়। বিষয়টি জানার জন্য তার মা তাকে চাপ দিলে কান্নাকাটি করে ঘটনাটি বলে। গত সোমবার এ সংক্রান্তে তার মা নিজেই বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন রাতে অভিযান চালিয়ে থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে ধর্ষক লিটনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে লিটন ধর্ষণের ঘটনার স্বীকার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম কে আদালতে উপস্থিত করেন জবানবন্দী প্রদানের জন্য এবং সেইসাথে ডাক্তারি পরীক্ষা করার জন্য অনুমতি প্রার্থনা করেন ।
গ্রেফতারকৃত আসামি ধর্ষক লিটনকে বগুড়া কোর্ট হাজতে প্ররন করেছে।