আলাবকস মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতার আজ জন্মবার্ষিকী ।
উর্মি আহমেদ
শিবগঞ্জ প্রতিনিধি, চাঁপাই নবাবগঞ্জ
চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নে আলাবকস মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন মরহুম আলাবক্স মাস্টার ও জৈয়দা বেগমের ছেলে ইঞ্জিনিয়ার মরহুম ফজলুল হক মিটু মিঞা । ১৯৪৪ সালে ৩ রা ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন । গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষে ১৯৬০ সালে ৩ বিষয়ে লেটার মার্কস সহ ১ম বিভাগে মাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ এস সি পাশ করেন। ১৯৬৬ সালে রাজশাহী পলিটেকনিক ইন্সিটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রী লাভ করে কর্ম সংস্থানের জন্য বিদ্যুৎ বিভাগে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। কর্ম জীবনে অতি স্বল্প সময়ে দক্ষতা, নিষ্ঠা ও কর্তব্য পালনের সুবাদে সিলেটে সামাজিক সাংস্কৃতিক অঙ্গণে ব্যাপক পরিচিতি লাভ করেন। অফিসের সহকর্মী ও সুধীজনের প্রিয় পাত্র ফজলুল হক ‘হকসাহেব’ নামে পরিচিত লাভ করেন। এই মহতী প্রাণ কর্মবীরের কর্মজীবন শুরু হয় রাজশাহী সার্ভে ইন্সিটিটিউটের লেকচারার হিসেবে (মে ১৯৬৭ থেকে সেপ্টেম্বর ১৯৬৭ পর্যন্ত) পি ডি বি তে ২৬ সেপ্টেম্বর ১৯৬৮ থেকে ৩০ অক্টোবর ১৯৯৩ এ সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে কিশোরগঞ্জ জেলা থেকে সরকারি কর্ম জীবনের অবসান ঘটান। পরবর্তীতে পল্লী বিদ্যুাৎ সমিতিতে উপদেষ্টা পদমর্যাদায় ১৯৯৪ থেকে ১০ ফেব্রুয়ারি ২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফজলুল হক বা আমাদের প্রিয় হক সাহেবের শিক্ষার প্রতি অনুরাগ এমনই ছিল-তিনি তার কর্মজীবনের পাশাপাশি নিরলসভাবে শিক্ষার ডিগ্রিগুলো অর্জন করেছেন। তিনি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৭৯ সালে বি এস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ১৯৯০ এ ইংরেজি বিষয়ে সার্টিফিকেট কোর্স, ১৯৯১ এ এম বি ডিগ্রি, ১৯৯৬ দ্বিতীয় বিভাগে ইংরেজিতে এম.এ এবং ২০০০ সালে এম.বি.এ ডিগ্রী অর্জন করেন।১৯৮৫ সালে তার এলাকার মানুষজন একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল । কিন্তু আর্থিক সঙ্গতি তাদের এই স্বপ্ন ও উদ্যোগে বাধা হয়ে দাঁড়ালো। জনগণ যখন হতাশ ও নিরুৎসাহিত তখন ছুটে এলেন হক সাহেব। তিনি জানালেন আপনারা কালেজ প্রতিষ্ঠা করতে চান? আমি আপনাদের সাথে আছি। তিনি কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি ও অর্থদানের প্রতিশ্রুতি দান করলেন। জনগন তাদের বহুদিনের স্বপ্নের উচ্চ শিক্ষা লাভের শিক্ষা প্রতিষ্ঠান ‘আলাবকস মেমোরিয়াল কলেজ’ টি পেল।২০০১ সালে ১১ই ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ৯ ঘটিকায় আমাদের ভালবাসার মায়া ছিন্ন করে তিনি ইন্তেকাল করেন।