1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

ময়মনসিংহ  জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রগুলি সহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ময়মনসিংহ  জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রগুলি সহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

খায়রুল বাশার, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা ময়মনসিংহ এর অভিযানে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজসহ ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।
গত ১৪ জানুয়ারী ২৪ইং রবিবার বিকাল ৪-৩০ ঘটিকায়
ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিনিয়ত চেকপোষ্ট পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায়  অফিসার-ইনচার্জ ফারুক হোসেন জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, এসআই(নিঃ) আলমগীর কবীর, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্সসহ পাগলা থানাধীন খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পার্শ্বে টোল বক্স এর সামনে চেকপোষ্ট পরিচালনাকালে সন্দেহজনক একজন ব্যক্তিকে বিধি মোতাবেক দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামীর নাম মোঃ হাবিবুর রহমান হবি (৪৮), পিতা মৃত সোলাইমান শেখ, মাতা মৃত রূপা বানু, সাং বিরুই, ইউপি-দত্তের বাজার, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, (১) ফরিদ(৩২), পিতা- আফাজ মুন্সী, সাং- দত্তের বাজার বিরই, (২) জাহাঙ্গীর মেম্বার (৩৪), পিতা  হামুর, সাং- দুতিরিশকল, (৩) আলাল সান(৪০), সাং- লামকানিয়া এবং  (৪) সোহেল (৪০), সর্ব থানা- পাগলা, জেলা- ময়মনসিংহ গন এর নির্দেশে ০২ (দুই) লক্ষ টাকার চুক্তিতে উল্লেখিত ফরিদ, পিতা- আফাজ মুন্সীর কাছ থেকে অগ্রিম  বাবদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা গ্রহন করে গত  ১০/১/২০২৪ খ্রিঃ তারিখ  রাত অনুমান ০৩-৩০  মিনিটের  সময় ময়মনসিংহ জেলার পাগলা থানার বিরুই গ্রামের মোঃ জালাল উদ্দিন, সাধারন সম্পাদক, দত্তের বাজার ইউনিয়ন আওয়ামীলীগ এর ছেলে লিটন মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে একনালা বন্দুক দ্বারা কৌশলে গুলি করে রাতের আধারেই পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। অত্র আসামীর জবানবন্দীর ভিত্তিতে ইতোমধ্যে  ফরিদ (৩২), পিতা- আফাজ মুন্সী, সাং- দত্তের বাজার বিরই, থানা- পাগলা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়ভাবে জানা যায় যে, ফরিদ,জাহাঙ্গীর মেম্বার,আলাল  এবং সোহেল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। অত্র হত্যার চেষ্টার ঘটনার পেছনে কোন রাজনৈতিক কিংবা এলাকার আধিপত্য বিস্তার বা অন্য কোন মোটিভ আছে কিনা তা উদঘাটন করার লক্ষ্যে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদসহ  অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে।
আসামী মোঃ হাবিবুর রহমান হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ০৩টি মামলা রয়েছে। তিনি খুনসহ ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। উক্ত আসামী দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।১। গফরগাঁও থানার মামলা নং- ০৪(৯)০৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
২। পাগলা থানার মামলা নং- ০১(৮)১৩, ধারা-
৩। পাগলা থানার মামলা নং- ০২(৮)১৩ ধারা- ১৯, ১৮৭৮ইং  সালের অস্ত্র আইন।
উদ্ধারকৃত  রিভলবার, একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD