খুলনা জেলার বটিয়াঘাটায় কৃষক-সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
বটিয়াঘাটায় বেসরকারী সংস্থা লোকজ এর উদ্যোগে মিজারিওর জার্মানী ও বারসিক এর সহযোগিতায় গত ৭ জানুয়ারী রোজ রবিবার সকাল ১০টায় লোকজ সভাকে কৃষি-প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক- সাংবাদিক মতবিনিময় ও সম্মাননা প্রদান সভা অনুষ্ঠিত হয়। লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, কোষাধ্য রিংটন মন্ডল।
আরো উপস্থিত ছিলেন নারী নেত্রী আশালতা ঢালী, কৃষক সমরেন্দ্রনাথ সরকার, কমলেশ চন্দ্র রায়, নাজনীন আক্তার নীপা, বনশ্রী গোলদার, মমতা সরকার, দিপ্তী রায়, লক্ষী রানী ঢালী, অনিতা মহালদার, সাধনা কবিরাজ, শিলা কবিরাজ, বাসুদেব মন্ডল, লোকজ’র সমন্বয়কারী পলাশ দাশ, হিসাব কর্মকর্তা মিলন কান্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার দিপংকর কবিরাজ, পবিত্রা মন্ডল প্রমুখ। সভায় কৃষকগণ কৃষি সেঁচ সুবিধার জন্য ভরাট হয়ে যাওয়া নদী-খালগুলি পুন:খনন, ফসলের তিকারক পোক-মাকড় ও রোগ বালই দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সার বীজ ও কীটনাশকের মূল্য হ্রাস, লবন পানির অনুপ্রবেশ রোধে গেট সংস্কার ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, আইন প্রণয়নের মাধ্যমে কয়াল প্রথার বিলোপ সাধন ইত্যাদি দাবী সাংবাদিকগণের মাধ্যমে সরকারের কাছে উত্থাপন করেন। সভা শেষে লোকজ এর ‘কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের’ আওতায় সুখদাড়া গ্রামের কৃষক বাসুদেব মন্ডলকে তার বাড়িতে কেঁচো কম্পোষ্ট সার তৈরী ও সবজীত ক্ষেতে ব্যবহারের মাধ্যমে সবজী উৎপাদনে ভূমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয়।