1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

ময়মনসিংহ মোট(১০)টি আসনের ফলাফল,(১)টি আসন স্থগিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ময়মনসিংহ মোট(১০)টি আসনের ফলাফল,(১)টি আসন স্থগিত

খায়রুল বাশার, ময়মনসিংহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ফাইনাল ফলাফল ঘোষণা করেছেন, তবে ১৪৮ ময়মনসিংহ -০৩ (গৌরীপুর) আসনটির ফলাফল স্থগিত রয়েছে।

১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) মোট ভোটার সংখ্যা: ৪,৫২,৮৯৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা: ১৪৭টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট– মাহমুদুল হক সায়েম (ট্রাক) ৯৩,৫৩১ বিজয়ী, জুয়েল আরেং (নৌকা) ৭৩,৮৫২, কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল) ৪৬৭, মাহবুবুর রহমান (মিনার) ৩৫৮।

১৪৭ ময়মনসিংহ-২ (ফুলপুর – তারাকান্দা) মোট ভোটার সংখ্যা: ৫,৩৪,৬৭২জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা: ১৭৪টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট– শরীফ আহমেদ (নৌকা) ১,৫২,৪২৯ বিজয়ী, শাহ্ শহীদ সারোয়ার (ঈগল) ৪,৪৯২, মোঃ এনায়েত হোসেন (লাঙ্গল) ৫৬০, মুহাম্মদ তৈয়্যেব হোসাইন (মিনার) ৯৭০।

১৪৮ ময়মনসিংহ -০৩ (গৌরিপুর) ফলাফল স্থগিত। মোট ভোটার সংখ্যা: ২,৭৬,০৪০জন।মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ৯২টি।

১৪৯ ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) মোট ভোটার সংখ্যা: ৬,৫০,২৮৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা: ১৭৭টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট– মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত (নৌকা) ১,৪৭,২৯২ বিজয়ী, মোঃ আমিনুল হক (ট্রাক) ১,০৩,৫৪৬, আবু মোঃ মুসা সরকার (লাঙ্গল) ৫,৭০২, দেলোয়ার হোসেন দুলু (কাঁচি) ৯৬৮।

১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) মোট ভোটার সংখ্যা: ৩,৩৬,১৬০জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা:১০৪টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:– মোঃ নজরুল ইসলান (ট্রাক) ৫২,৭৮৫ বিজয়ী, সালাহ উদ্দিন আহুনেদ (মুক্তি) (লাঙ্গল) ৩৪,১৬৮, বদর উদ্দিন আহমেদ (ঈগল) ৩,৪৯৬, আজহারুল ইসলান (গোলাপ ফুল) ৯৫০।

১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) মোট ভোটার সংখ্যা: ৩,৮৫,৯৮০জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা: ১২১টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:– মোঃ আব্দুল মালেক সরকার (ট্রাক) ৫২,২৮৫ বিজয়ী, মোঃ মোসলেম উদ্দিন (নৌকা) ৪২,৫৫৮, খন্দকার রফিকুল ইসলাম (কেটলি) ৩,২৬৭, সেলিমা বেগম (ঈগল)। ২,৫৪১।

১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) মোট ভোটার সংখ্যা: ৩,৫৭,৫১৭জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১২০টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট– এ বি এম আনিসুজ্জামান (ট্রাক) ৭১,৭৩৮ বিজয়ী, মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী (নৌকা) ৫০,৫৩১, মোঃ আব্দুল মজিদ (লাঙ্গল) ২,০৭৫, ডক্টর আব্দুল মালেক ফরাজী (সোনালী আশ) ৪৮৩।

১৫৩ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) মোট ভোটার সংখ্যা: ৩,২১,৯২৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ৯২টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট– মাহমুদ হাসান সুমন (ঈগল) ৫৬,৮০১ বিজয়ী, ফখরুল ইমাম (লাঙ্গল) ২৭,৯৮৪, মো. আব্দুল্লাহ আল মামুন (আাম) ৩৩৪, মোঃ বদরুল আলম (প্রদীপ) (কেটলি) ১৯৩।

১৫৪ ময়মনসিংহ- ৯ (নান্দাইল) মোট ভোটার সংখ্যা: ৩,৭৪,৯৯৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১২০টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:- আব্দুস সালাম (নৌকা) ৮২,৩৭১ বিজয়ী, আনোয়ারুল আবেদীন খান (ঈগল) ৬৩,১০০, হাসমত মাহমুদ (লাঙ্গল) ৮৬৭, আবু জুনাঈদ (সোনালী আঁশ) ২৭৩।

১৫৫ ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) মোট ভোটার সংখ্যা: ৩,৮২,৯৪৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১১১টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:–ফাহমী গোলন্দাজ বাবেল (নৌকা) ২,১৬,৮৯৩ বিজয়ী, মোহাম্মদ আবুল হোসেন (ট্রাক) ৭,৫১৯, মোঃ নাজমুল হক (লাঙ্গল) ৪,২৭৬, কায়সার আহাম্মদ (ঈগল) ৩,২৫০।

১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) মোট ভোটার সংখ্যা: ৩,৮২,৯৪৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১০৫টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:– মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (ট্রাক) ৯৫,২৮০বিজয়ী, কাজিম উদ্দিন আহম্মেদ (নৌকা) ৫৬,৪২০, মোঃ হাফিজ উদ্দিন (লাঙ্গল) ৩২৮, এ.বি.এম. জিয়া উদ্দিন(একতারা) ১৭৮টি।

স্থগিতকৃত ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দায়িত্বরত সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুল করিম জানান, অত্র আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি (নৌকা) নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের সঙ্গে ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। ভোট গ্রহনের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়। এতে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD