জয়পুরহাটের গুচ্ছগ্রাম এলাকা থেকে ট্যাপান্টাডলসহ ৬ মাদক কারবারী গ্রেফতার।
শাহাব উদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গতকাল ৩১ ডিসেম্বর ২০২৩ সোমবার সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দলের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ জয়পুরহাট জেলার সদর থানাধীন গুচ্ছগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী ১। শ্রী উজ্জল কর্মকার (৪২), পিতা-মৃত মংলা কর্মকার, ২। মোঃ আব্দুল মোমিন (৩০), পিতা-মোঃ আনারুল ইসলাম, ৩। মোঃ সুমন ইসলাম (২৩), পিতা-মোঃ জামাল হোসেন, ৪। মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-মোঃ জাফর আকন্দ, ৫। মোঃ আব্দুল মান্নান (১৮), পিতা-নাছির উদ্দিন এবং ৬। মোঃ সুমন হোসেন (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-পাইকর দাড়িয়া, সকলের থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ্জোক্রম প্রক্রিয়াধীন ।