রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল পর্যালোচনা এবং ২০২৪ সালের প্রাথমিক শিক্ষার কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জানব মোহাম্মদ মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফেরদৌসী বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ এন এম মাহবুব আলম,
রূপগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম স্যার,
গঙ্গানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা সুলতানা, মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব শাহনাজ আক্তার , তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ফেরদৌসী, প্রমূখ।