র্যাব -১৪ এর অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদককারবারী আটক
শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮২ বোতল ফেন্সিডিল ও ০১টি ব্যাটারী চালিত অটো গাড়ী‘সহ ০২(দুই) জন মাদক কারবারি‘কে আটক করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব-১৪ এর উপ-পরিচালক অপারেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন (৮ ডিসেম্বর) শুক্রবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ডিসেম্বর সন্ধায় র্যাব-১৪, অধিনায়কের নির্দেশক্রমে, অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলার আতকাপাড়া মেসার্স গিরিপথ ফিলিং ষ্টেশন এন্ড সার্ভিস সেন্টারের সামনের পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ব্যাটারী চালিত অটো গাড়ী তল্লাশী করে অটো গাড়ীতে থাকা বিশেষ কৌশলে বহনকরা ৩৮২ বোতল ফেন্সিডিলসহ মোঃ শাহজাহান কবির (৩৫) ও অটো ড্রাইভার মোঃ ওমর ফারুককে (৩৩)
আটক করে। আটককৃত শাহজাহান কবির দুর্গাপুর উপজেলার মেলাডহর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র ও অটো ড্রাইভার কলমাকান্দা উপজেলার বাগবের গ্রামের শাহাবুদ্দিনের পুত্র।
তাদের কাছ থেকে ৩৮২ বোতল ফেন্সিডিল, ০১(এক) টি ব্যাটারী চালিত অটো গাড়ী, ০৩ (তিন)টি মোবাইল ফোন, নগদ ৮২০/- (আটশত বিশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করার কথা স্বীকার করে। পরে তাদেরকে এজাহার দায়ের পূর্বক পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।