নরসিংদী-৩ শিবপুরে সোনালী আঁশ নিয়ে মাঠে নেমেছেন তৃণমুল বিএনপির শরীক দলের সুশান্ত বর্মন
মাহবুব খান,নরসিংদী প্রতিনিধি: অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী,রাজনীতির মাঠে এক তরুণ তুর্কী, বাংলাদেশ সম অধিকার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) নরসিংদী-৩ শিবপুর থেকে তৃণমুল বিএনপির জোটের মনোনোয়ন পেয়েছেন।তিনি শিবপুরের উন্নয়ন,অসহায়,অবহেলিত ও বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের ভাগ্যবদলে নিজেকে নিয়োজিত করতে চান।
তাই আগামী ৭ জানুয়ারি তিনি সোনালী আঁশ প্রতীকে শিবপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে ভোট চেয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার তিন দিন পর তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান। এরপর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। পরে গত ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়েই চেয়ারপারসন নির্বাচিত হন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।