গাইবান্ধায় এসো গড়ি রক্তের বন্ধন সংগঠনের উদ্দোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্পেইন।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
গতকাল পহেলা ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত এসো গড়ি রক্তের বন্ধন (সুন্দরগঞ্জ গাইবান্ধা রংপুর ) এর উদ্দোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচাতে পারি একটি প্রাণ।
এই স্লোগানকে সামনে রেখে উক্ত আয়োজনে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়েছে।
ক্যাম্পেইন চলাকালিন উপস্থিত ছিলেন এসো গড়ি রক্তের বন্ধন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ স্বপন মিয়া ও সকল সেচ্ছাসেবী বৃন্দ।
বাংলাদেশের প্রতিটি সেচ্ছাসেবী সংঘঠনের মানবিক কর্মকান্ডে দেশের ও অসহায় দরিদ্র সেবাবঞ্চিত মানুষ এবং অসংখ্য মূমুর্ষ রোগী সেচ্ছায় সেবা পাচ্ছেন।
প্রতিটি সেচ্ছাসেবী সংঘঠনের সেবামূলক কার্যক্রম আরো প্রসারিত হোক এটাই কাম্য সর্বস্থরের জনগনের।
জয় হোক মানবতার, জয় হোক সকল সেচ্ছাসেবীর।