বগুড়া প্রতিনিধি
বুধবার বিশ্ব তামাকমুক্ত দিবসে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। “তামাক নয়—খাদ্য ফলান” শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বনার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করে অতিরক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীনেশ সরকার।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ—পরিচালক আহমেদ রাজিউর রহমান, বিআরটিএর সহকারী পরিচালক ময়নুল হাসান, সমাজ সেবা অধিদপ্তরের উপ—পরিচালক কাওসার আহম্মেদ প্রমুখ।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসুচি পালিত হয়েছে !