গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচার, গ্রেফতার ১।
________রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচারের সময় চাঁপাই নবাবগঞ্জ পিয়ারাপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ আপন আলী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল (২৭ নভেম্বর) সোমবার বিকেল ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ি মোহনপুর এলাকায় একটি অটো রিক্সায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বাজারের ব্যাগে মিষ্টি কুমড়ার ভেতর ৬১৯ গ্রাম হেরোইন জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো।
এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।