শরীয়তপুরের তিন আসনে নৌকার মাঝি হলেন অপু, উপমন্ত্রী শামীম এবং নাহিম রাজ্জাক
স্টাফ রিপোর্টার ঃ অবশেষে সমস্ত জল্পনা কল্পনা এবং তৃণমূল নেতাকর্মীদের স্নায়ু যুদ্ধের অবসান ঘটালেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও শরীয়তপুর-১ আসন থেকে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসন থেকে এ.কে.এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসন থেকে নাহিম রাজ্জাক’কে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
২৬ নভেম্বর রবিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এবার শরীয়তপুরের তিনটে আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার জন্য ফরম ক্রয় করা হয়েছিল ৪৩ টি। তার মধ্যে শরীয়তপুর-১ আসন থেকে ২০ টি, শরীয়তপুর-২ আসন থেকে ৯ টি এবং শরীয়তপুর-৩ আসন থেকে ১৪ টি। তিনটি আসন থেকে মোট ৪৩টি মনোনয়ন ফরম ক্রয় করা হলেও একই ব্যক্তি একাধিক আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করায় প্রার্থী সংখ্যা ছিল ৪১ জন।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারী।