1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ১২ হাজার ফলদ গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরন মা নানা ও দাদীর পর নাতিরও মৃত্যু আমতলীতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নবজাতক মারা গেছে নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইল মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১ জন ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাগমারা রাজশাহীর ওসি,এসিল্যান্ড ও ইউএনও’র অপসারণ সহ ৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন ধামইরহাটে প্রশ্নপত্র চুরির প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নেত্রকোণার মদন উপজেলায় প্রবাস ফেরত স্বামীকে পুড়িয়ে মারার ঘটনায় মুলহোতা স্ত্রী ও শ্বাশুরী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

নেত্রকোণার মদন উপজেলায় প্রবাস ফেরত স্বামীকে পুড়িয়ে মারার ঘটনায় মুলহোতা স্ত্রী ও শ্বাশুরী গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার মদন উপজেলায় চাঞ্চল্যকর প্রবাস ফেরত স্বামী এখলাছ মিয়া (৩৩) কে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মূলহোতা স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৮) ও শ্বাশুরী মোছা. লুৎফুন নেছাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার বিকেলে প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের উপপরিচালক ও অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেন। আগের দিন দিবাগত রাত ১টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি টিম ময়মনসিংহ মহানগরীর সানকিপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, আনুমানিক ছয় বছর পূর্বে নেত্রকোণা কেন্দুয়ার পাছার (মাইজপাড়া) গ্রামের মৃত আলী আমজাদ খাঁর ছেলে ভুক্তভোগী এখলাছ মিয়া পার্শ্ববর্তী মদন উপজেলার বাড়রী (সুতিয়ারপাড়) গ্রামের মো. খাইরুল ইসলামের কন্যা মুক্তা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভুক্তভোগী বিয়ের এক বছর পর জীবিকার সন্ধানে পাড়ি জমান বিদেশে। এসময় মুক্তা আক্তার তার বাবার বাড়িতে বসবাস করতেন এবং এখলাছ বিদেশ থেকে উপার্জিত অর্থ তার স্ত্রীর কাছে পাঠাতেন। পাঁচ বছর প্রবাস জীবন কাটানোর পর ভুক্তভোগী দেশে ফেরত আসেন। উপার্জিত অর্থসহ স্ত্রীকে নিজ বাড়িতে আনতে শ্বশুরবাড়িতে যান। টাকা-পয়সাসহ স্ত্রীকে ফেরত আনার কথা বললে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে স্ত্রী ও শ্বাশুরীসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ভুক্তভোগীর হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ মারা যান এখলাছ মিয়া। এরআগে এ ঘটনায় গত ১৫ নভেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই মো. জসিম উদ্দিন (৫২) বাদী হয়ে মদন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ভুক্তভোগীর স্ত্রী ও শ্বাশুরীকে মদন থানা পুলিশের নিকটে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মদন থানার অফিসার ইনচার্জ মো. তাওহীদুর রহমান জানান, দায়ের করা হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD