নরসিংদীতে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন গ্রেফতার
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, জুয়াড়ি আইনে৭৮.০০০/- (আটাত্তর হাজার)টাকা ও ৫২ টি তাসসহ ৫ জন এবং বিভিন্ন অপরাধে আরো ১৩ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন ও মাধবদী থানা কর্তৃক একটি অভিযানে জুয়াড়ি আইনে ০৩ জনকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা শাখা কর্তৃক নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. শিমুল মিয়া(২২),মো.সজিব মিয়া (২০) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাধবদী থানা কর্তৃক ২২ শে নভেম্বর রাতে মাধবদী থানাধীন ছোট মাধবদী এলাকা থেকে ৭৮.০০০/- (আটাত্তর হাজার)টাকা ও ৫২ টি তাসসহ মোঃইবরাহীম(৪২), গোলজার হোসেন(৪১)এবং তাইজুল ইসলাম(৩২)নামের ০৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৪৪ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।