সিরাজগঞ্জের কাজিপুরে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।
২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রাঙ্গা, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা,কাজিপুর রানী দিনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুদিরাম কুমার সাহা এবং মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক দূর্নীতি প্রতিরোধ কমিটি কাজিপুর উপজেলা শাখা। বক্তারা দূর্নীতি প্রতিরোধ শীর্ষক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।