সিরাজগঞ্জ কামারখন্দ ঝাউল ইউনিয়নে পাটি বেতের বাগানে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার।
বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা :
সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ থানাধীন ২ নং ঝাউল ইউনিয়নে ঝাউল উত্তরপাড়া পূর্ব চড়া আব্দুল কুদ্দুস এর পার্টি বেতের বাগানে বেতের বাগানে একজন পুরুষ ইজিবাইক অটোচালকে জবাই করে হত্যা করে পার্টি বেতের বাগানে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে ২১/১১/২০২৩ দিবাগত রাত্রি আনুমানিক বারোটার সময়। জানা যায় নিহত অটোচালক সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া গ্রামের মোঃ আশরাফুল পরামানিক এর ছেলে মানিক মিয়া (২৫)।মানিক মিয়া ২১/১১/২০২৩ তারিখে দুপুরে খাবার খেয়ে ভাড়া চালিত নিজস্ব ইজি অটো গাড়ি নিয়ে টাকা ইনকাম এর উদ্দেশ্যে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়। সারাদিন অটোচালক মানিক মিয়া বাড়িতে ফিরে না গেলে সন্ধ্যার পর তার পরিবারের লোকজন তার ফোনে ফোন করে এবং ফোন বন্ধ পায়। রাত বেশি হওয়ার পর পুনরায় তার পরিবারের লোকজন তার ফোনে ফোন করে তখনো ফোন বন্ধ পায়। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তাকে খুঁজে পাই না। এমতাবস্থায় ২২/১২/২০২৩ ইং তারিখ ভোরে ঝাউল উত্তরপাড়া পূর্বচর আব্দুল কুদ্দুসের পার্টি বেতের বাগানের পাশ দিয়ে এলাকাবাসী পায়ে পথ হেঁটে যাওয়ার সময় মানিক মিয়ার লাশ দেখতে পায়। উক্ত সংবাদ পেয়ে এলাকাবাসীর মধ্যে হই হুল্য শুরু হয়। পরে এলাকাবাসী বিভিন্ন স্থানে ও কামারখন্দ থানায় বিষয়টি জানায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে কামারখন্দের তদন্ত ওসি ও তার টিমসহ উপস্থিত হয়। পরবর্তীতে তার পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে জানতে পারে একজন লোককে গলা কেটে পার্টি বাগানের ভিতরে ফেলে রেখে গেছে।ঘটনাস্থলে তার পরিবারের লোকজনের সে দেখে এটা আর কেউ নয় তার ছেলে মানিক কে হত্যা করে ফেলে রেখে অটো বাইক নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ লাশটাকে উদ্ধার করে ময়না তদন্তুর জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।