নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২১শে নভেম্বর বিকালে এক প্রেস নোটের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানার ওসি “স্বপন কুমার মজুমদার” জানান ২০শে নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে এএসআই শফিউল আলম ও এসআই আশরাফুল ইসলামের নেতৃত্ব একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে, দৌলতদিয়া পোড়াভিটা এলাকার দেলোয়ার এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী জাকির প্রামানিক(৪৬),কে ৫গ্রাম হিরোইন আটক করে পুলিশ। সে কুষ্টিয়া জেলার খোকসার থানার মালিগ্রামে’র ওমর আলী প্রামানিক ছেলে। মাদক ব্যবসায়ী জাকির এর বিরুদ্ধে পূর্বের আরো ০১ টি মাদক মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।