রাজবাড়ী সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে ৩০, পিস ইয়াবা ট্যাবলেট সহ ওবায়েত নামে ১,জন গ্রেফতার
বাবলু শেখ রাজবাড়ী।
রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ,মোঃ’ইফতে খায়রুল আলম প্রধান, এর নেতৃত্বে অত্র থানার অফিসার এ, এস, আই, মোঃ সুজন শেখ, সঙ্গী ও ফোর্স সহ নিয়মিত অভিযানে আলিপুর ইউপি,আলাদীপুর মধ্যপাড়া গ্রামের মৃত,মিনাজ উদ্দিন শেখ এর ছেলে,মোঃ ওবায়েদ শেখ, ৪৮,কে নিজ বাড়ির উঠান হইতে ৩০, পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। রাজবাড়ী সদর থানার, মামলার আই ও,এ,এস,আই,মোঃ সুজন শেখ নিয়মিত মামলা রুজু করে রাজবাড়ী বিজ্ঞ আদালতে আসামিকে প্রেরণ করেন।