দেশীয় অস্ত্র হাতে ভিডিও ধারণকারী চার যুবক গ্রেফতার ।
______রাজশাহী ব্যুরো
গতকাল ৭ ই নভেম্বর মঙ্গলবার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলায় এলাকায় কিছু যুবক হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভিডিও’ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে টা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচরে আসে । আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ ব্যাপক তল্লাশি করে ঘটনায় জড়িত ৪( চার ) জনকে গ্রেফতার করে । এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো:নয়ন (২০) সালাউদ্দিন (২০), মো: আসাদ (২০) ও মো: হৃদয় (১৯)। মোঃ আমিজনের ছেলে মোঃ নয়ন ও মোঃ মামুনের ছেলে সালাউদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে । মো: পিন্টুর ছেলে আসাদের বাড়ি তালাইমারির বাদুরতলায় ও মো: রহিমের ছেলে হৃদয় এর বাড়ি বাসার রোডে ।