____ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম ০৭ ই নভেম্বর মঙ্গলবার বেলা ১১.১৫ মিনিটে অভিযান চালিয়ে পাবনা জেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া করয়তোলা গ্রামস্থ মোঃ রজব আলীর বাড়ির উত্তর পার্শে কাশিনাথপুর হতে পাবনাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপরে ওমর পরিবহন যাত্রীবাহী বাস জার রেজিঃ ন: ঢাকা মেট্রো – ব ১৪-৫৬২৭ বাস তল্লাশি করে গাড়ির ভিতরে মাঝখানে বাম পার্শে একা সীটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে আসামি আল নাঈম সরদার (২০) পিতা – ফয়সাল সরদার সা; -হেটালবুনিয়া ,থানা – কাঠালিয়া, জেলা – ঝালকাঠির পরিহিত জিন্সপ্যান্টের সামনের ডান দিকের পকেটে রক্ষিত একটি পলিথিনে কালো টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ১৩০০ পিস ট্যাবলেট উদ্ধার করে ।
যাত্রীবাহী বাসটি বেলা ১১.১৫ মিনিটে গতিরোধ করে থামায় ও ঘেরাও করে । উপস্থিত (১) মোঃ সবুজ ব্যাপারী (৩০) (২) মোঃ সেলিম খান (৫৫) কে সাক্ষী করে বাসটি তল্লাশি করেন । তল্লাশি কালে গাড়ির ভিতরে মাঝখানে বাম পাশে একা সীটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে আসামির পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে একটি পলিথিনে কালো টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ১৩০০ পিস ট্যাবলেট , ১ টি স্মার্ট মোবাইল ফোন Vivo -y 16 উদ্ধার ও জব্দ করে । উদ্ধারকৃত আলামত হতে ১০ পিস এমফিতামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট রাসায়নিক পরীক্ষার জন্য নিজ জিম্মায় রাখেন । অবশিষ্ঠ ট্যাবলেট ও আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেন । ঘটনাস্থলে উদ্ধারকৃত ট্যাবলেট পরিমাপ করে আলামত, নমুনা, আসামি সহ দুপুর ১২.০০ ঘটিকায় ঘটনাস্থল ত্যাগ করে ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর তথ্যমতে , বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহী এর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১), সারণীর ক্রমিক ন. ১০( ক ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় আতাইকুলা থানা , পাবনায় মামলা দায়ের করা হয় ।
উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।