নরসিংদীতে জেলা পুলিশের অভিযানে ৩৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩ জন
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী প্রতিনিধি
সহ গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ ০৩ জন ও বিভিন্ন অপরাধে আরো ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ০২ জন ও শিবপুর মডেল থানা কর্তৃক একটি অভিযানে ২১০ পিস ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৩ রা নভেম্বর রাতে নরসিংদী থানাধীন ব্রাক্ষ্মন্দী এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ আমানউল্লাহ (২৪) ও কবীর হোসেন (৩০) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়।শিবপুর মডেল থানা কর্তৃক একটি অভিযানে ৩ রা নভেম্বর রাতে শিবপুর থানাধীন দোপাথর এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ মোঃ সুজন (৩৩) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।উল্লিখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৫ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।