স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
রোজা মনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইনজা মো. সাজ্জাদ হোসেন জীবনের মেয়ে রোজা মনি।
জন্মের কিছু দিন পর থেকেই অসুস্থ রোজা মনি।
বাবা একজন শারিরিক প্রতিবন্ধী।
যিনি ফুটপাথে বসে ক্ষুদ্র খেজুর বিক্রি করেন। মা নাজমা আক্তার একজন গৃহিণী। ডাক্তারের ভাষ্যমতে, রোজার বয়স যখন ১০ মাস তখনই থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। ডাক্তারের পরামর্শক্রমে প্রথমে মাসে মাসে রক্ত পরিবর্তন করতে হয়েছে। তার বয়স এখন ৫ বছর। এখন ৩ মাস পর পর রক্ত পরিবর্তন করতে হয়। রক্ত পরিবর্তন করতে অনেক টাকার প্রয়োজন হয়। এ পর্যন্ত বাবার ওয়ারিশান সূত্রে জীবন যে সম্পদ পেয়েছিলেন তার সবটুকু সম্পদ বিক্রি করে রোজা মনির চিকিৎসা বাবদ খরচ করেছেন (নিজ বসত ভিটাসহ)।
বর্তমানে জীবন তার স্ত্রী ও এক মাত্র কন্য সন্তান রোজা মনিকে নিয়ে উত্তরা এলাকায় বসবাস করছেন।
এর পূর্বে দীর্ঘদিন যাবৎ মিরপুর এলাকায় বসবাস করতেন।
গত চার বছর আগে মিরপুরে যখন বসবাস করতেন তখন সেচ্ছাসেবী সংঘঠন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম রোজা মনির চিকিৎসার জন্য এগিয়ে আসেন এবং চিকিৎসার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সেচ্ছাসেবী অঙ্গনে কিছু মানবদরদী ভাই বোন ও স্থানীয় পর্যায়ে কয়েকজন সহযোগিতার হাত বাড়িয়েছেন।
দীর্ঘ বছর যাবৎ রোজা মনির চিকিৎসা করতে হচ্ছে।
এখন নিজের ও মেয়ের ওষুধ খরচ জীবনের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। এজন্য একমাত্র মেয়ে রোজা মনিকে বাঁচাতে শেষ অবলম্বন হিসেবে দেশবাসী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
রোজা মনির চিকিৎসার জন্য আর্থিক অনুদান পাঠাতে সরাসরি বাবা জীবনের সাথে যোগাযোগ করুন।
রোজা মনির বাবা জীবন এর মোবাইল নাম্বার ০১৬৮৬৮৯৩৩৭৪ (বিকাশ)