নিজস্ব প্রতিবেদক রাজবাড়ি ঃ সারাদেশের ন্যায় রাজবাড়ীতে জামাত বিএনপি’র ডাকা তিন দিনের রাজপথ,রেলপথ,মহাসড়ক
অবরোধ কর্মসূচির প্রথম দিনে স্বাভাবিক রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল। সকাল থেকে ১১টি ফেরীর মাধ্যমে দৌলতদিয়া টু পাটুরিয়া ও পাটুরিয়া টু দৌলতদিয়া নৌপথে যানবাহন সহ যাত্রী পারাপার অব্যাহত ফেরীঘাট কর্তৃপক্ষ। ঝিনেদা,যশোর,খুলনা ও মাগুরা ছেড়ে আসা গাড়ীর চালক ও যাত্রীরা বলছেন পথে জামাত বিএনপির ডাকা অবরোধে কোন প্রভাব চোখে পড়েনি,ঠিক তেমনি ঢাকা থেকে ছেড়ে আসা একাধিক গাড়ীর চালক ও যাত্রীরা বলছে জামাত বিএনপির অবরোধ কর্মসূচির কোন লক্ষ্যণ মহাসড়কে দেখা যাচ্ছেনা। আর পুলিশ বলছে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজপথ,রেলপথ ও মহাসড়ক’কে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। চলছে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।