নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ীতে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে রেলওয়ে আওতাধীন দুইটি পুজা মন্ডব পরিদর্শন করলেন রেলওয়ে খুলনা অঞ্চলের পুলিশ সুপার রবিউল ইসলাম খান। পুজাগুলো হলো, গোয়ালন্দ উপজেলার “হরিজন রামকৃষ্ণ পল্লি মন্দির ও পাংশার উপজেলার বাংলাপাড়া পুর্ব নারায়নপুর মন্দির”
সোমবার ২৩শে অক্টোবর বিকালে এ পুজা মন্ডব গুলো পরিদর্শন করেব তিনি।
এসময় উপস্থিত ছিলেন,গোয়ালন্দ ঘাট রেলওয়ে ফাঁড়ি’র ভারপ্রাপ্ত ইনচার্জ, মোঃ আবদুল কাদের,
কন্সটেবল আহসান হবীব,নজরুল,শাহিন মিয়া,
হরিজন রামকৃষ্ণ পল্লির সার্বজনীন দুর্গা মন্দির, সভাপতি,শ্রী সেম কুমার ভক্ত প্রমুখ ব্যক্তিবর্গ।