শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজীব এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। তাছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,প্রেস ক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে যে সকল সমস্যা আছে তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।