রংপুরে অভিনব কায়দায় ভূট্টার ট্রাকে গাঁজা পাচারকালে ট্রাকসহ মাদক কারবারি আটক
এনামুল হক স্বাধীন,রংপুর ব্যুরো প্রধান:
রংপুরে মাদক বিরোধী অভিযানের সময় ভূট্টার ট্রাকে গাঁজা পাচারকালে ট্রাকসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩
গতকাল ১৬ অক্টোবর ২০২৩ ইং তারিখে রংপুরের র্যাব-১৩, একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রংপুর-বগুড়া মহাসড়কে কৌশলে অবৈধ মাদক গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে মাদক বহনকারী যানটিকে সনাক্তকরণের লক্ষ্যে র্যাব-১৩’র একটি চৌকস আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে মাদক বহনকারী একটি ভুট্টা বোঝাই ট্রাক সনাক্ত হলে অত্যন্ত বিচক্ষনতার সাথে আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ ইউপিস্থ রংপুর হাইওয়ে রেস্তোরার সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের পাকা রাস্তার উপর হতে ভূট্টা বোঝাই ট্রাকের ভিতর থেকে পলিথীনে মোড়ানো কস্টেপ দিয়ে প্যাচানো ২৬ টি প্যাকেটে রক্ষিত ১০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফরহাদ ইসলাম (২৬), পিতা-খলিলুর রহমান, সাং-চৌকিদার পাড়া, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, উক্ত মাদক ব্যবসায়ী পূর্বেও এ ধরনের মাদক চোরা চালানের সাথে সম্পৃক্ত ছিল। উক্ত মাদক চোরাচালানের মূল হোতা উদ্ঘাটনে ছায়া তদন্ত চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে বগুড়া এবং আশ পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।