ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এডি এম শহিদুল ইসলাম।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকালে ৭ নং ভেলুয়া ইউনিয়নের আয়োজনে ঝগড়ার চর বাজার মাঠে ঐ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশি শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তিনি দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এ ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সকলের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। তিনি আরো বলেন, সরকার শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেছে।
ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি শ্রী রনি চন্দ্র মোদকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঝিনাইগাতি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানি টিটু, দলিল লেখক সমিতির সভাপতি আ’লীগ নেতা বদরুজ্জামান সবুজ, ঝগড়ার চর বনিক সমতিরি সাধারন সম্পাদক ও ২নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাধারন সম্পাদক আবু হানিফা আবু প্রমুখ। এসময় সাবেক জেলা পরিষদ সদস্য খড়িয়াকাজির চর ইউনিয়ন আ’লীগের সভাপতি এমএ খালেক, সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার, ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, স্থানীয় বীর মুক্তিযোদাদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় কয়েক হাজার লোকজন উপস্থিত ছিলেন।