মেহেরপুরে সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের গনসংযোগ
মেহেরপুর প্রতিনিধি ঃ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে,বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের পথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ আগামীর পথে বিস্ব মানচিত্রে অভিভূত সাফল্য তুলে ধরতে সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান গণসংযোগ করেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর, কাজীপাড়া, ট্যাংয়ার মাঠ, বাবুরপাড়া, সুবিদপুর ও ঝাউবাড়িয়াতে গণসংযোগ করেন তিনি।
সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে গনসংযোগকালে খালেদুজ্জামান খাঁন ডালিম,হুমায়ূন কবির বাবু, সাজেদুর রহমান সাজু, মির্জা গালিব উজ্জ্বল,মিরাজুল ইসলাম, সেলিম রেজা,শেরেফুল ইসলাম,রকিবুল ইসলাম বাবু, নয়ন আহামেদ, মিঠু, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু,আব্বাস উদ্দিন,শেখ কায়সার হামিদ বুলবুল,ইকবাল হোসেন,আসাব উদ্দিন,মতিয়ার, বকুল আহামেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।