রাজবাড়ী জেলার মহিলা পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার দাবিতে মানববন্ধন
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী মঙ্গলবার সকাল দশটায় মহিলা পরিষদের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত হয়ে বাংলাদেশের অনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন এদেশ মক্তি যুদ্ধের চেতনা শক্তি ক্ষমতায় না থাকলে সার্বভৌমত্বের রক্ষা হবে না সাম্প্রদায়িকতা থাকবে না। বারবার সাম্প্রদায়িক চেতনর সরকার বাংলাদেশের জন্য অতিব প্রয়োজন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সকলকে এগিয়ে আসার জন্য ঐক্যের আহবান জানান।মুক্তি যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিদেশি কুচক্রীমহলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একসাথে কর্মসূচি চালানোর আহবান জানান। ধর্ম নিরপেক্ষতায় ধর্ম যারযার উৎসব সবার আমরা সেইজায়গা থেকেও সরে এসেছি বলে জানানো হয়।বাংলাদেশে অনেক বিধ্বংসী ঘটনা ঘটেছে একটিরও সুষ্ঠু তদন্ত বিচার হয় নাই অতিদ্রুত তদন্ত করে বিচার করতে হবে।সকল বিধ্বংসী দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের বিচার হলে দুর্বল জনগোষ্ঠীর উপর এতো নির্যাতনের শিকার হতোনা।মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডাঃ পূর্ণীমা দত্ত রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টি সভাপতি জ্যোতি শংকর ঝন্টু রাজবাড়ী সনাকের সভাপতি প্রফেসর সংকর চন্দ্র সিনহা বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন শিক্ষা সহায়তা ফোরামের সধারন সম্পাদক মহিতুজ্জামান বেলাল রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরুল হক জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি উৎসব চক্রবর্তী অরুণ কুমার সরকার রাজবাড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি লুৎফর রহমান লাবু রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সহসভাপতি দিলীপ চাকি বঙ্গমাত্ সাংস্কৃতিক জোটের রাজবাড়ীর সভাপতি আলি রেজা ও নেহাল আহমেদ প্রমোক্ষ।