সিরাজগঞ্জ শাহজাদপুর ধানক্ষেতের ভিতর থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার।
সিরাজগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে মন্ডলপাড়া গ্রামে নুর ইসলাম এর ধান ক্ষেতের ভেতর থেকে এক অর্ধ গলিত লাস উদ্ধার করা হয়েছে। আজ দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় মন্ডলপাড়া গ্রামের মিলি খাতুন নামে এক মহিলা ধান ক্ষেতে ঘাস কাটতে আসলে অজ্ঞতা নামা লাসটি দেখতে পায়। সাথে সাথে মিলি খাতুন ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজন লোকাল থানায় খবর দিলে সাথে সাথে শাহজাদপুর থানার পুলিশ সদস্য এসে অর্ধ গলিত লাস টি উদ্ধার করে। অর্ধ গলিত লাসটির মুখমণ্ডল পোকা খেয়ে ফেলেছে। লাসটির গলায় একটি গামছা পেঁচানো ছিল। জিব্বা কামড় দেয়া অবস্থায় বের হয়ে আছে। মাথার বাম পাশে ক্ষতবিক্ষত আঘাত আছে। লাশের গায়ে একটি চেক শার্ট ছিল পরনের লুঙ্গি ছিল খোলা। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায় নাই। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে মাথায় আঘাত করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে লাশ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার্স ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেনএবং লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন। লাশের পরিচয় সনাক্ত করার জন্য সিআইডি সিরাজগঞ্জকে অবহিত করা হয়েছে তারা ঘটনাস্থলে এসেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শাহজাদপুর থানার অফিসারস ইন চার্জ গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি বলেছেন তদন্তের কাজ শুরু হয়েছে। অতি শীঘ্রই হত্যাকারীকে গ্রেফতার করা হবে।