ঝিনাইদহে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় প্রাণগেল এক যুবকের।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঘটতেই আছে। আর অকালে চলে যাচ্ছে তরতাজা প্রাণ।
ঘটনা ঘটছে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের বাচ্ছু মন্ডলের ছেলে আকাশ মন্ডল, গত ২৭/০৯/২০২৩ইং বুধবার বিকেলে পবহাটি সিটি মোড়ে মোটরসাইকেল ও সিএনজি সাথে সংঘর্ষে মারাত্মক আহত হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে। হাসপাতাল কর্তৃপক্ষ আকাশ কে ঢাকা রেফার করেন।
আকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত একটার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যু কোলে ঢলে পড়েন।
আকাশ যশোর ক্যান্টরমেন্ট কলেজে অনার্স প্রথম বর্ষের সমাজ কর্ম বিভাগের ছাত্র।
আকাশের বন্ধুরা বলেন আকাশ কিছু দিন আগে তার বাবাকে বলেন মোটরসাইকেল কিনে দিতে। আকাশের বাবা বাচ্ছু মন্ডল মোটরসাইকেল কিনে দিবে না এ কথা বলেন।
একথা শুনে আকাশ তার বাবাকে বলেন আমার মোটরসাইকেল কিনে না দিলে আমি আত্মহত্যা করবো। একথা শুনে তার বাবা একটা সুজুকি মোটরসাইকেল কিনে দেন। কে জানত এই মোটরসাইকেল আকাশের কাল হয়ে দাড়াবে।
আকাশের বাড়ী গেলে দেখা যাই যে আকাশের বাবা, মা,বলছে আমি কেনো মোটরসাইকেল কিনে দিলাম। মোটরসাইকেলই কাল হয়ে দাড়ালো। ঐ মোটরসাইকেলই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিলো। আমি যে ভয় পেতাম তাই হলো।
এমন বিলাপ দেখে স্বজনদের চোখে পানি চলে আসে। আকাশের বন্ধু মিম বলেন আমার খুব কাছের বন্ধু খুব ভদ্র ছেলে। সকলের সাথে ভালো আলাপ ব্যবহার করে। আল্লাহ আকাশকে বেহেস্ত নসিব দান করুন।