চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইন গাঁজা সহ গ্রেফতার-৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৮০০ গ্রাম হেরোইন ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
(২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের কুতুবুলের মার্কেটের সামনে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত হলেন, আব্দুল কাদের (২২) গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে।
অপর অভিযানে (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চর ইসলামপুর নামোচরি গ্রামে অভিযান ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃরা হলেন, মো: রোজদুল আলীর ছেলে মো: মোতাজুল ইসলাম (৪০) মো: নাইমুলের স্ত্রী মোসা: রুবিনা (৩৫) মো: মোতাজুল ইসলামের স্ত্রী জোসনারা বেগম।
অভিযান গুলো পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বাবুল উদ্দিন সরদারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি:) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।