বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক গৃহবধূ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক গৃহবধূ (৩০)। অনশনকরা গৃহবধূ দুই সন্তানের জননী। আজ শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ওই গৃহবধূ উপজেলার জামালপুর ইউনিয়নের বিপ্লব মাহমুদ ওরফে মোজাফফর শেখের (২৫) বাড়িতে অনশন করেন।অনশনকারী গৃহবধূ জানান, মোজাফফর শেখের সঙ্গে ৭ মাস আগে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন তিনি। মোজাফ্ফরের সঙ্গে অনেক স্থানে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে থাকেছেন। কিন্তু তাকে বিয়ের জন্য চাপ দিলে গত ২০ জুলাই রাজবাড়ী নোটারি পাবলিকের কার্যালয়ের মাধ্যমে কাগজপত্র তৈরি করে বালিয়াকান্দিতে বাসা ভাড়া করে দুই মাস থাকেন। এরপর ঢাকা চলে যান। সকালে মোজাফ্ফরকে ফোন দিলে সে তার বাড়িতে চলে আসতে বলেন। মোজাফফরের কথা অনুযায়ী তার বাড়িতে আসলে তার বাবা-মা বিয়ে মেনে না নিয়ে দুপুর সাড়ে ৩টার দিকে মোজাফফর ও তাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। পরে তারা ওই গৃহবধূর বাবার বাড়িতে আশ্রয় নেন।