ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরোঃ
২রা জুন নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত রোডস্থ চরপাড়া এলাকায় প্রাইম এগ্রো’র পরিচালনায় পবিত্র ঈদুল আজহা( কোরবানি) উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালো জাতের গরু -ছাগল খামারে লালন পালন করে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কোরবানির উপযোগী করে সুলভে বিক্রয় করা হয়।
খামারের বিশ্বস্ত কেয়ার টেকার দিয়ে অতিযত্ন ও মনোরম পরিবেশে, সম্পূর্ণ প্রাকৃতিক ও মানসম্মত খাদ্য পরিবেশন কর ইষ্ট-পুষ্ট করে কোরবানির পশু হিসেবে উপযুক্ত করা হয়েছে।
বিভিন্ন সাইজের গরু -ছাগল, মহিষ ইতিমধ্যেই বিক্রয় শুরু হয়েছে। আপনার পছন্দের পশুটি আজই কিনুন।
প্রাইম এগ্রো’র পরিচালক মোঃ মহিউদ্দিন খালেদ মুন্নার সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরই নিজস্ব খামারের পালন কৃত গরু -ছাগল সুলভে বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন।