মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো চীফ।
নেতা তাকেই বলা যায়, যে নেতার কোনো অহংকার হিংসা ও দুর্নীতি নাই । যে নেতা সকল নেতাকর্মীদের নিজের ভাই বন্ধু হিসেবে মনে করে । যে নেতার নেই কোনো দ্বন্দ্ব সকলের সাথে হাসিমুখে কথা বলে । সকল নেতাকর্মীর সুখে দুঃখে এগিয়ে আসে এবং বিশ্বাস নিয়ে পাশে থাকে তিনিই হলেন প্রকৃত নেতা । তৃণমূল যুবলীগ কর্মীদের দৃষ্টিতে মহানগরীর রত্নপুরুষ, সকলের চিরচেনা মুখ,প্রাণ প্রিয় নেতা রাজশাহীর রাজপুত্র তৈরিদ আল মাসুদ রনি । বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি সৈনিক, আওয়ামী যুবলীগের সাহসী যোদ্ধা ।
সর্বদা হাস্যোজ্জ্বল, কর্মিপ্রেমি, নিরহঙ্কার, চৌকষ সাংগঠনিক দক্ষতা নিয়ে অক্লান্ত পরিশ্রম ও সংগ্রাম করে ধীরে ধীরে পিছিয়ে পড়া বঞ্চিত মহানগরীর ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থেকে ছন্নছাড়া যুবলীগকে পুনরায় একত্রিত করে বর্তমানে সুসংগঠিত একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার মুখ্য ভূমিকার অগ্রদূত ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুঃসময়ের কান্ডারী রাজশাহী মহানগরের যুবলীগের রাজনীতির বটবৃক্ষ, জীবন যৌবনের মাঝপথের নেতা যে রাজনীতির মাঠ আর কর্মী তৈরি করে । দলের ক্রান্তিলগ্নে রাজশাহী যুবলীগের কর্মীদের ঐক্যবদ্ধ ও মনোবল চাঙ্গা রেখে একজন পারদর্শী সংগঠকের ভূমিকা পালন করে আসছেন । যে দুর্দিনে দলের জন্য কাজ করে এবং রাজপথে নিজের রক্ত ও অর্থ দিয়ে দলের কর্মীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তিনি আর কেউ নন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক তৈরিদ আল মাসুদ রনি । অত্যন্ত পরিশ্রমী ও কর্মীবান্ধব এই যুবনেতা মহানগরের সকল নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যাবস্থা এবং তৃণমূল নেতাকর্মীদের আপদে বিপদে সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন ।
এ বিষয়ে তৈরিদ আল মাসুদ রনির সাথে কথা বলে জানা যায় আগামী ২৬ শে সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন দীর্ঘ কয়েক বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে । তিনি মহানগরীর যুবলীগকে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলেছেন । তৃণমূল কর্মীদের দাবির মুখে আগামী সম্মেলনে সভাপতির পদে মনোনয়ন দাখিল করেছেন । তিনি মনে করেন, এটি যুবলীগের সম্মেলন নয়, দলের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃ নির্বাচিত মেয়র জননেতা এ,এইচ, এম, খায়রুজ্জামান লিটনের বিশ্বস্ত ভ্যানগার্ড যা বিগত দিনগুলোতে রাজশাহীবাসীর কাছে প্রমাণিত হয়েছে । তিনি আরো মনে করেন যোগ্যতা, মেধা ও পরিশ্রমকে কখনো মিথ্যা সমালোচনা, অপপ্রচার এবং সড়যন্ত্র করে ধ্বংস করা যায় না ।
তৈরিদ আল মাসুদ রনির রাজনৈতিক কর্মজীবনের সাফল্যের বিষয়ে যুবলীগ কর্মী শুভ এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, ছোটকাল থেকে রনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে লড়ে যাচ্ছেন । মহানগর যুবলীগের ৮/১০ বছরের যুগ্ম সম্পাদক পদে যেভাবে তৃণমূল কর্মীদের বুকে আগলে রেখেছেন, তা দলের নেতৃবর্গ রা সবাই একবাক্যে স্বীকার করবে ।
ব্যক্তিত্বে রুচিবোধ, নিষ্ঠা, সততা, সৌজন্যে, উদারতায়, প্রজ্ঞায় রাজশাহী মহানগর যুবলীগের রাজনীতির জগতে এক অনুপম ও অবিস্মরণীয় দৃষ্টান্ত তারুণ্যের প্রিয় স্মার্ট যুবনেতা তৈরিদ আল মাসুদ রনি । রাজপথ ও তৃণমূল যুবলীগ কর্মীদের আস্থা, বিশ্বাস ও ভরসার প্রতীক । তিনি সভাপতির পদে নির্বাচিত হলে রাজশাহী মহানগর যুবলীগকে মার্জিত, মানবিক তারুণ্য নির্ভর এবং স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তুলবেন বলে অভিমত ব্যক্ত করেন ।