1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

অনৈতিকভাবে লিজের অভিযোগ।। দৌলতদিয়ায় সরকারি রেলের জায়গা দখল করে ঘর নির্মাণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পঠিত

অনৈতিকভাবে লিজের অভিযোগ।
দৌলতদিয়ায় সরকারি রেলের জায়গা দখল করে ঘর নির্মাণ

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে গড়ে তোলা এক জামায়াত নেতার দোকান ঘর ভেঙে দিয়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা।

জিয়া সরদার নামের ওই নেতা দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার আজিজ সরদারের ছেলে।

মঙ্গলবার দিনগত রাতে তিনি ঘরটি তোলেন। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা ঘরটি ভেঙ্গে ফেলেন। সেইসাথে লিজ বাতিলের দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ শুরু করেন।

এর আগে গত ১৬ মার্চ জিয়া জনগুরুত্বপূর্ণ ওই স্হানে ঘর তোলার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীরা বাঁধা প্রদান করে এবং বাজার ব্যবসায়ী পরিষদে একটি লিখিত অভিযোগ দেয়।

জানা গেছে, দৌলতদিয়া বাজরের প্রাণকেন্দ্রে সম্প্রতি ৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ্যের ওই জায়গাটি রেলওয়ে থেকে নিজ নামে লিজ নেন জিয়া সরদার।

কিন্তু লিজ নেয়া জায়গায় বহুবছর ধরে বাজারের একমাত্র সরকারি টিউবওয়েল রয়েছে। ঘরটি তোলা হলে টিউবয়েলটি তুলে ফেলতে হবে। তাছাড়া ঘরটি তোলা হলে আশপাশের ব্যবসায়ীদেরও অনেক সমস্যা হবে।

বাজারের ওষুধ ব্যবসায়ী ডাঃ আনোয়ার হোসেন বলেন, এই জায়গাটিতে বহু বছর ধরে বাজারের একমাত্র টিউবওয়েলটি রয়েছে। টিউবয়েলটি তুলে ফেলে এখানে কোন ঘর তোলা হলে তাদের অবর্ননীয় দুর্ভোগ হবে।

বিএনপি নেতা ও বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, এই জায়গাটি রেল কতৃপক্ষ অনৈতিকভাবে লিজ দিয়েছে বলে আমরা মনে করি। শতশত ব্যবসায়ীর অসুবিধা করে এই জায়গায় আমরা কোন মতেই কোন ঘর তুলতে দেব না। অবিলম্বে লিজ বাতিল করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত জামাত নেতা জিয়া সরদার বলেন, আমি দলীয় পরিচয়ে কোন কিছু করিনি। বৈধভাবে লিজ নিয়ে ঘর তুলছিলাম। সেখানে থাকা টিউবওয়েলটি তুলে অন্য কোথাও স্হাপন করে দেব।

এ প্রসঙ্গে রাজবাড়ী রেলওয়ে কার্যালয়ের সাবেক কানুনগো জিয়াউল হক জানান, তিনি ৫ মাস আগে চট্রগ্রামে বদলি হয়ে এসেছেন। দৌলতদিয়া বাজারে জায়গা লিজ দেয়ার বিষয়ে ফাইল না দেখে কিছু বলতে পারছেন না। তবে জায়গাটি যদি ফাঁকা হয়ে থাকে এবং তা জনস্বার্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে কোন লিজ ভুলক্রমে দেয়া হয়ে থাকলেও তা বাতিল হয়ে যাবে।

গোয়ালন্দ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোশারফ হোসেন বলেন, তাদের কোন নেতা-কর্মীর দ্বারা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কিছুকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করে না। জিয়া সরদারের বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD