সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে
মো শারীদ মোল্ল্যা বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের আকাশে আজ পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামীকাল সোমবার সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রমজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ ঈদের আনন্দে মেতে উঠবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে হাজারো মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করবেন।
ঈদুল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো ঈদের অন্যতম শিক্ষা।