মো শারীদ মেল্ল্যা বিশেষ প্রতিনিধি :
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু এলাকার মানুষও একই দিনে ঈদ উদযাপন করে আসছেন।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কিছু অংশ এবং আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবে। বোয়ালমারীর কাটাগড়, সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি, গঙ্গানন্দপুরসহ আরও কয়েকটি গ্রাম এবং আলফাডাঙ্গার তিনটি গ্রামে এই সিদ্ধান্ত অনুসরণ করা হয়।