ফুটপাত দখল মুক্ত করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গঠিত টাস্কফোর্স এর অভিযান
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
ঈদে ঘর মুখী মানুষের যাতায়াত স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ জয়পুরহাট সার্কেল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও গঠিত ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিচালনার কিছু স্থিরচিত্র।
এছাড়াও ফুটপাত দখল মুক্ত করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গঠিত টাস্কফোর্স এর অভিযানও পরিচালিত হয়।
অভিযানে অংশ নেয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উজ্জ্বল বাইন, বিআরটিএ জয়পুরহাট সার্কেলের মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার।
অভিযানে শহর ও যানবাহন শাখা, জেলা ট্রাফিক বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করেন।