ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনায় পারভেজ সহ মোট ০৭ জন আ*সা*মী গ্রে*ফ*তার
খায়রুল বাশার, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনা বিশেষ অভিযানে পরিচালনা করে গত ২৪ ঘন্টা বিভিন্ন মামলায় মোট ০৭ জন আ*সা*মী গ্রে*ফ*তার করেছে কোতোয়ালি পুলিশ।
এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ পারভেজ ইকবাল (২৫), ছাত্রলীগের সদস্য, পিতা-মোকলেছুর রহমান, মাতা-পারভীন আক্তার, সাং-চুরখাই নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই পাঁচ রাস্তা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার আসামী ১। সিফাত উল্লাহ মন্টি (২৮), পিতা-শফিক ড্রাইভার, মাতা-আয়শা বেগম, সাং-কাঁচিঝুলি আব্দুল মালেক সড়ক, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষনের চেষ্টা মামলার আসামী ১। বাবুল হোসেন(৫৬), পিতা-মৃত আহাম্মদ আলী, মাতা-মৃত আমেনা বেগম, সাং-দৌলতমুন্সী রোড, কৃষ্টপুর আদর্শ কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ নাহিদ মিয়া (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-মোছাঃ নুরজাহান, সাং-দিঘারকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ পারভেজ আহম্মেদ (২৯), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং-ভাবখালী চৈতলিয়াপুলপাড়, ২। মোঃ রাসেল মিয়া (২২) পিতা-মোঃ আমির হোসেন, সাং-চুরখাই নামাপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা বাইপাস মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ চাঁন মিয়া (৫০), পিতা-মৃত ইমান আলী, মাতা-মোছাঃ সমতা বানু, সাং-৬৬০/১ পাজলার চর, থানা-ত্রিশাল, এপি/সাং-২/৫ পাওয়ার হাউজ রোড, কেওয়াটখালী মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।