বগুড়া শেরপুরে হারিয়ে যাওয়া ৩৯৮ বস্তা আটা সহ ট্রাক মালামাল উদ্ধার, মূল রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত ০২ জন গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি
থানা সূত্রে জানা যায়,গত ইং-২৬ মার্চ তারিখে বাদী মোঃ কাওছার আহম্মেদ (৩০), পিতা-মোঃ মোজাম্মেল হক রানা, সাং-গড়েরবাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, তিনি পেশায় একজন ট্রাকের মহাজন। মোঃ বেলাল হোসেন (৪০), পিতা-মৃত আঃ গনি শেখ, সাং-গড়েরবাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়া বাদীর ট্রাকের ড্রাইভার ও মোঃ মোস্তফা (৩৮), পিতা-মোঃ আজগর হাজী, সাং-টোলার গেইট, থানা-শেরপুর, জেলা-বগুড়া ড্রাইভারের সহযোগী (হেলপার)। তাহারা বাদীর রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০১ ট্রাক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভাড়া মারে।
আসামী বেলাল হোসেন ও মোস্তফা গত ইং-২৪ মার্চ দুপুর অনুমান ১২ টার সময় শেরপুর থানাধীন দড়িমুকন্দ বাজার হতে জনৈক মোঃ শামীম শেখ (৫৮) এর ৩৯৮ বস্তা আটা, যাহার মূল্য অনুমান ৬,৩৬,৮০০/- (ছয় লক্ষ ছত্রিশ হাজার আটশত) টাকা মালামাল লোড করিয়া নন্দীগ্রাম কোয়ালিটি ফিড মিলে নিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।
বাদী তাহাদের সহিত যোগাযোগ করিলে জানায় গাড়ী লোড হচ্ছে।
বাদী নন্দীগ্রাম কোয়ালিটি ফিড মিলে খোঁজ খবর নিলে তারা জানায় উক্ত ট্রাক হতে কোন আটা লোড হয় নাই।
বাদী মোবাইল ফোনের মাধ্যমে বেলাল ও মোস্তফার সহিত যোগাযোগ করার চেষ্টা করিলে তাহারা বাদীর সহিত যোগাযোগ বন্ধ করিয়া ,
ট্রাকটি নিয়া প্রতারণা মূলক ভাবে বিশ্বাস ভঙ্গ করিয়া আটা বোঝাই ট্রাক নিয়ে অন্যত্র ট্রাক ও ট্রাকে থাকা ৩৯৮ বস্তা আটা সহ আত্মসাৎ করতঃ আত্মগোপন করিয়া থাকে।
বাদীর অভিযোগে শেরপুর থানার মামলা নং-৩২, তাং-২৬/০৩/২০২৫ খ্রিঃ, জিআর নং-৮১/২৫, ধারা-৪০৭/৪০৮/৪২০ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।
জব্দকৃত মালামাল, একটি হলুদ নীল রংয়ের ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০১ ট্রাক, চেসিস নং-MB1A3KWA5CRNH0717, ইঞ্জিন নং-CNHZ120324, মূল্য অনুমান ১১,০০,০০০/-টাকা। ২। ৩৯৮ বস্তা আটা, প্রতিটি বস্তার গায়ে নাবিল আটা লেখা সহ গমের শীষের চিহ্ন আছে, প্রতিটি বস্তার ওজন ৫০ (পঞ্চাশ) কেজি করে, সর্বমোট ওজন (৩৯৮×৫০)=১৯,৯০০, মূল্য অনুমান ৬,৩৬,৮০০/- (ছয় লক্ষ ছত্রিশ হাজার আটশত) টাকা।
মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তি সহায়তায় এবং বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইং-২৭/০৩/২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ০৩.৩০ টার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের দখল হইতে একটি হলুদ নীল রংয়ের ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০১ ট্রাক, চেসিস নং-MB1A3KWA5CRNH0717, ইঞ্জিন নং-CNHZ120324, মূল্য অনুমান ১১,০০,০০০/-টাকা ও ৩৯৮ বস্তা আটা, প্রতিটি বস্তার গায়ে নাবিল আটা লেখা সহ গমের শীষের চিহ্ন আছে, প্রতিটি বস্তার ওজন ৫০ (পঞ্চাশ) কেজি করে, সর্বমােট ওজন (৩৯৮০৫০)=১৯,৯০০, মূল্য অনুমান ৬,৩৬,৮০০/- (ছয় লক্ষ ছত্রিশ হাজার আটশত) টাকা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।