
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট স্বস্তির ঈদযাত্রা, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। যার ফলে যাত্রীদের ভিড় বেড়েছে সড়ক ও নৌ পথে। তবে ভোগান্তি নেই বললেই চলে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের সাথে বহু সংখ্যক সাধারণ যাত্রী আসছেন। একইভাবে লঞ্চযোগেও আসছেন বহু মানুষ । তবে প্রতিটি লঞ্চেই ছিলো ভিড়। এ অবস্থায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পার হচ্ছে লঞ্চগুলো। লঞ্চ থেকে নেমেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের জন্য সহজেই মিলছে যাত্রীবাহী বাস। এর জন্য খোলা হয়েছে বাসের অতিরিক্ত কাউন্টার।
পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী। তবে যাত্রীর চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে নেই কোন যানজট বা ভোগান্তি।
ঢাকা থেকে আসা মধুখালী যাত্রী মহসিন মিয়ার সঙ্গে কথা হয় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে। তিনি বলেন, ‘গত কয়েকটি ঈদের মত এবারও কোন প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরতে পারছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।’
লালন পরিবহনের যাত্রী আব্দুস সালাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে ফেরিঘাটে ভোগান্তির শেষ ছিল না। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে ঈদে স্বস্তিতে বাড়ি ফিরতে পারি। এবারও স্বস্তিতে বাড়ি ফিরছি।
প্রাইভেটকার চালক বিল্লাল হোসেন বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়ার দুই পাড়ের কোথাও তেমন কোন ভোগান্তি নেই। ঘাটে আসা মাত্রই ২০ মিনিটের মধ্যে ফেরিতে উঠতে পেরেছি। অথচ এক সময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল!!
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মোঃ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এবারের ঈদে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে। কোনরুপ ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যাত্রী ও যানবাহন নদী পার হতে পারছে। আশা করছি এবার ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদ যাত্রা উপহার দিতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে। আশা করছি সকলে ভালোভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে পারবেন।