1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাজশাহীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৩ বার পঠিত

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাজশাহীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। শুক্রবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন আমিও সংবাদ মাধ্যমে জেনেছি রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননের ঘটনায় আমাকে আসামি করে আদালতে মামলা হয়েছে। এই ঘটনার সাথে আমার নুন্যতম কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই মামলার বাদিকেও আমি চিনিনা আমার বিশ্বাস উনিও আমাকে চেনেন না। আমি ছাড়াও এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেককেই আমিও চিনি না। এই ঘটনায় যারা জড়িত আমিও তাদের সঠিক বিচার চাই। আমার দলের যদি কেউ এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। এই ঘটনায় আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আপনারা জানেন আমি বাগমারার সন্তান ফলে স্থানীয় রাজনীতির সাথে দীর্ঘদিনের সম্পর্ক। রাজশাহী-০৪ বাগমারা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন চাইবো সেই লক্ষে দীর্ঘদিন ধরে এলাকার গণমানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তাকে নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ঘটনায় আমি সম্পুর্নভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

তিনি আরো উল্লেখ করেন, এই মামলায় ঘটনার যেই দিন উল্লেখ করা হয়েছে সেইদিন আমি ব্যাক্তিগত কাজে ঢাকায় অবস্থান করি। এছাড়া এই ঘটনা নিয়ে থানায় ডায়েরি করা হয়েছিল ইতোপূর্বে সেখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। মামলায় ঘটনার যে দিন উল্লেখ করা হয়েছে তারপর জেলা প্রশাসক, ইউএনও এবং থানায় অভিযোগ দায়ের করা হয় সেখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই । এ ঘটনায় জেলা প্রশাসক এর মাধ্যমে কয়েকটি মন্ত্রনালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে সেখানেও আমার কোন নাম উল্লেখ নেই। তাহলে হঠাৎ করে মামলায় আমার নাম উল্লেখ করাটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছি। এই মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তারা সবাই একই পরিবারের।

এই বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করছি এলাকার লোকজনের কাছে টুটুল সাহেবের সংশ্লিষ্টতা কেউ বলেনি।

মামলার বাদির ছেলে রাশেদ খান মিলন বলেন, পুকুর খনন হয়েছে রাতের আধারে আমরা তাকে (টুটুল) সেখানে দেখিনি তবে আমাদেরকে যারা হুমকি দিয়েছে তারা তার নাম বলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD