শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৫ বোতল মদ সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
২৫ শে মার্চ মঙ্গলবার রাতে শ্রীবরদী পৌর এলাকার
সরকারি কলেজের পিছন থেকে মদ সহ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
ধৃত মাদক কারবারি বিপুল মিয়া (২১) উপজেলার
সিংগাবরুনা গ্রামের আবেদীন মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে
সরকারি কলেজের পিছে রাস্তায় পুলিশের চেকপোস্ট বসিয়ে মদ সহ বিপুল মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধৃত আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।