ঘাটাইলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মো:,ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
সারাদেশের ন্যায় টাংগাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শহীদের আত্নার প্রতি মাগফিরাত কামনা দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পরে ঘাটাইল সরকারী জি.বি.জি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শারিরীক কসরত ডিসপ্লে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন ব্যাজ পড়ানো ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ সাবরিন আক্তার, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রকিবুল ইসলাম, ওসি তদন্ত সজল খান, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান মনির, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।