রামগতিতে গৃহবধুকে সংঘবদ্ধ চক্রের ধর্ষণ
ফিরোজ আলম পরশ, রামগতি (লক্ষীপুর) প্রতনিধি :
লক্ষীপুরের রামগতিতে একটি সংঘবদ্ধ চক্র এক গৃহবধূ কে ধর্ষণ করে, গেছে, ওই এলাকার গৃহবধূ গতরাত সেহরির পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশের টয়লেটে যান। আসার পথে দুপাশ থেকে অপরিচিত দু ব্যক্তি তাকে ঝাপটে ধরে মুখ চেপে পাশের একটি বাড়ির নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। এরপর হাত পা ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করা । এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পেলেন ওই নারী। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের নারীরা এসে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।
ভুক্তভোগী নারী জানান, তার বাড়ি সিলেট জেলায়, বছর দুয়েক আগে তার সাথে বিয়ে হয় চরগাজী ইউনিয়নের এক যুবকের সাথে। স্বামীর সাথে এক সন্তানসহ ভালোভাবে সংসার চলছে। বিয়ের দু মাস পর পাশ্ববর্তী গ্রামে স্বামীর বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে ননদের জামাই জামাল আহমেদ তার সাথে খারাপ আচরণ করে। পারিবারিক ভাবে এর প্রতিবাদ করলে তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর কয়েক মাস পর বাড়িতে এসে জামাল জোর করে ধর্ষণ করে। এর বিচার দাবি করে এলাকার গণমান্যদের জানালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিসি বৈঠক হতে দেননি জামাল।
ভুক্তভোগীকে উদ্ধার করা একাধিক নারী জানান, ওই নারীর চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। কাপড়বিহীন অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। জিজ্ঞেস করলে চার-পাঁচজন মিলে তাকে জোর করে ধর্ষণ করেছে বলে জানায়। সঠিক তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছি।